ইচ্ছে করছে না,
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে,
তোমাকে বার্ধক্যের পথে
এগিয়ে নিয়ে যাই!
তবু গুনতে হবে __
ক'টা বসন্ত পেরিয়ে গেলে!!!
নাহ্, আমি মানতে পারি না...
মনে হয়,
এখনও তুমি প্রাণবন্ত যুবা।
তোমার হার না মানা
মনকে ভীষণ হিংসে হলেও,
তুমি যে আমারই ।
এই শুভদিনে,
অনেক জনের শুভেচ্ছা পেয়ে
আপ্লুত হয়েছো নিশ্চয়।
তবুও আমার
এক অঞ্জলি ভালবাসাতেই,
যেন ভরে উঠুক
তোমার শুভময় জন্মদিন।।
ভালো থেকো।