১)মগজাস্ত্র

উবু দশ কুড়ি....
সব খেলাতেই জোচ্চুরি!
চল রে ছুটে, ছুঁই বুড়ি!
নীতির খেলা "মার কাটারি"!
কথার জাদু ভুরি ভুরি!
চাইতে গেলে "বলো হরি"!!!

২)ক্ষেপণাস্ত্র

মাভৈ মাভৈ __
গায়ে রাঙা জামা ঐ!
নাচি তাথৈ তাথৈ...
গাছে তুলে, নামাও মই!
মিষ্টি কথায় চিনি পাতা দই!
যুদ্ধ হলে মুখ বুজে সই।