এই সবে
এক পশলা বৃষ্টি হয়ে গেল।
গাছের পাতা
এখনও জল সপসপে __
রাস্তার ইলেকট্রিক তারেও
সারিবদ্ধ জলের ফোঁটা।
বেশ কিছুক্ষণ ওরা ঝুলছে।
যেন মনে হচ্ছে ওরা
সমবেত সঙ্গীতের জন্য তৈরী।
ওরা জানে না
এখুনি রোদ উঠলেই
হারিয়ে যেতে হবে ওদের...
অথবা
একটু হাওয়া দিলেই __
টুপ টুপ ঝরে পড়বে মাটিতে।
তবু ওরা আনন্দে
গা ঘেঁষাঘেষি করে ঝোলে ।
যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ...
আমি শুধু দেখি।
মনের মধ্যে এঁকে রাখি
ঝলমলে ফোঁটাদের ছবি!
একটা বেরসিক কাক
হঠাৎ বসলো ঐ তারে।
ফোঁটা গুলো টুপ টুপ পড়লো।
স্বপ্নরা টুকরো হলো নিমেষে।
আমি যে হারিয়ে খুঁজি সেই
মায়াবী স্বপ্ন-ছবি ।