সত্যি সত্যি কী চৈত্রমাসে
কারো কারো চোখে
সর্বনাশের কথা লেখা থাকে!
তবু চৈত্র যখন আসে,
এক আকাশ কর্কশ রোদ
আছড়ে পড়ে উষ্ণ বুকে!
খাঁ খাঁ করে শূন্যতা।
বড্ড একা লাগে তখন।
যেন দুপুর আকাশে
নীল গভীরতায় উড়ে চলা
নিঃসঙ্গ এক চিল।
চৈত্র তো বসন্তেরই...
তবু কেন উগ্র হয়ে ওঠে সে!
চৈত্র যেন এক
একাকীত্বের ভালোবাসা!
মুগ্ধ নিজেতেই,
মগ্ন আপন প্রেমের মূর্ছনায়!