প্রতিদিন প্রতিরাত
কি করে যে কাটে!
হিসেব করিনা তার
চুপচাপ বুক ফাটে।
মনে হয় ভুল সবই
মরীচিকার মতো!!
স্মৃতি আলো বুকে
বাঁচি তাই থতমত!
পেয়ে হারানো সুর
বাজে যে বারবার।
তবু অপেক্ষা করি
নতুন করে সাজার।
অগুণতি ভুলগুলো
মুছে যেতো যদি __
জীবনটা ভালবেসে
হ'তো পরিশ্রুত নদী।