শুনছি নাকি__
মৃৎ গর্ভে চলছে ভীষণ তোলপাড়,
হচ্ছে হয়ত কিছু গডবড়!!
দোষ নাকি সব ভারতের,
তুলছে জল দেদার __
তাতেই দুভাগ হবে দেশ,
কিংবা ভেঙে হবে চুরমার!
জানি না এ রটনা না ঘটনা!
তবে, যা রটে, তা কিছু বটে।
বলছে তারা __
বুদ্ধি যাদের আছে কিছু ঘটে!
শুনছি আরো __
পৃথিবীটা হেলছে নাকি পূবে!
ভারসাম্য হারিয়ে ফেললে
জানি না কী যে হবে!!
পাগলামিতে ধরতে পারে পৃথ্বীকে
হয়তো বেদম ক্ষোভে!
বলছি শোনো ভারত__
জল তোলা বন্ধ কর বেশি বেশি।
অখণ্ড ভারত হয়ে,
বাঁচতে যদি চাও দিবানিশি।।