জীবন চলমান __
মাঝে মাঝে থমকে দাঁড়ায়,
থামে না কোথাও...
পিছনে ফেলে আসা স্মৃতি
শুধু হাসায় বা কাঁদায়!
জীবন ছুটে চলে__
কী হবে এসব তাড়নায়...
উদ্দেশ্য শুধু গন্তব্যে ফেরা!
ফেরা বলছি, যাওয়া নয়।
তাই বোধহয় উৎসাহ!
জীবনটা অচেনা __
জানি না তার মতিগতি __
পিছুটান তো নেই।
গন্তব্যে পৌঁছানোর তাড়া
শুধু তাড়িয়ে নিয়ে যায়;
গন্তব্যের পরে
কী আছে জানে না কেউই।
হয়তো কোনো আকর্ষণ__
ছুটতে বাধ্য করে জীবনকে!
তাই নিরন্তর হাঁটা...