মনের দেয়ালে
আছড়ায় খেয়ালী ঝড় ।
আঁকাবাঁকা পথে
আটকে দিতে চায়
দীর্ঘ পথের রিলে রেস।

দগ্ধ বুকের ওঠাপড়া
স্থির হতে গিয়ে থমকে যায়।
বাছাবাছি খাবার টক্।
ওষুধের বোতলে
পুরোনো মন চাবি ঘোরায়।

বাস্তবিকই
জীবনটা খুবই ছোট।
তবু সময় যেন
কাটতেই চায় না।
তেঁতো মুখ করে চলেছে।