জীবন
একটি সুন্দর মিথ্যে।
তবু অফুরন্ত ভালবাসা
শুধু তারই জন্য।
মৃত্যুর জন্য শুধুই ঘৃণা!!!
মৃত্যু যে এক নির্মম সত্য।
মৃত্যুর জন্যে কোনো
ভালবাসা নেই।
এই কথাগুলো
ভাবতে ভাবতে কখন যেন
মৃত্যুর জন্য কষ্ট হলো।
আমি মৃত্যুকে
ভীষণ ভালবেসে ফেললাম!
করুণা হলো জীবনের জন্য!
যেন হেলায় সে
ভালবাসা কুড়িয়ে নেয়!
জীবন__
আমার মতে দুর্বোধ্য!
যন্ত্রণা সয়ে জীবন খুঁজি ।
অথচ যন্ত্রণা সয়ে মৃত্যু
যেন অপার্থিব সুন্দর!
মৃত্যুকে তাই প্রাণ দিয়ে
ভালোবাসি !