জীবন যেন __
সাত রঙে রাঙানো গল্প।
সুখ ও দুঃখের রামধনু__
কান্না হাসির ছন্দময় ঝর্ণা __
জীবন যেখানে __
কিছু হারিয়ে পাওয়া __
কিছু পেয়ে হারানোর কাহিনী!
সর্বদাই রহস্যময়!
জীবন ছুটে চলে __
অজানা এক পথ ধরে __
কী যেন খুঁজে পাবার নেশায়!
সমাপ্তি না জেনেই।
এমন জীবনের জন্যই যেন
আমার জন্ম হয়
বার বার, হাজার বার __
বাস্তব ও স্বপ্নময়ে।