জীবন কথারা

(১)
কলঙ্ক বুকে নিয়ে
চাঁদ হাসে
ভরা জোছনায়॥

(২)
জোয়ারে ভাটায়
ঢেউ ভাঙে
জীবন কবিতায়।

(৩)
জীবন আকাশে
গ্রহ তারা
হাসায় কাঁদায় ॥

(৪)
গভীর সাগর বুকে
মুক্তো হাসে
ঝিনুকের কান্নায়॥

(৫)
কালো ভ্রমর বসে
পদ্মের বুকে
জীবনের গান গায়।