এসেছি যখন
চেষ্টা করে যাব __
যতদিন বেঁচে থাকা যায়,
ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে।
প্রতি পদক্ষেপে
লড়াই করতে হবে জানি!
সহজে হতাশ হতে
চায় না কেউই,
যদি না উপড়ে যায় শিকড়।
ভাবি__
কেন এই বেঁচে থাকা!
কেন এই আনন্দ জয়গান!
কী সুখের টানে এই "আসা"
এ ধরার মাঝে!
নিজেকে ভোগ করা!
না কী নিজেকে বিলিয়ে
ধরায় শান্তি আনা।
এটাই কি সুখের বাসর!
কে জানে।