দুঃখ সুখের রস ঝরিয়ে
চলছে গাড়ি গড়গড়িয়ে
কান্না হাসির ছন্দ নিয়ে
মন হারিয়ে মন হারিয়ে!
বাদল যখন ঝমঝমিয়ে
কাদা মাখা পথ মাড়িয়ে
চলেই জীবন হড়হড়িয়ে
মন হারিয়ে মন হারিয়ে!
বৈতরণীর ঘাটেই গিয়ে
থামবে গাড়ি ছটফটিয়ে
পাড়ে শেষ গান শুনিয়ে
মন হারিয়ে মন হারিয়ে!