আমার ভিতরে ঝড়,
বাহিরে ঝড়!
এলো যে সাথে অশনি।
ঝলকে ঝলসালো মন!
বুজে আসা চোখে
চমকায় ভীত চাহনি....
দিশেহারা হই শিহরণে।
ঝড় যে প্রমাদ গোনে,
অন্তরের কোণে!
আমার ভিতরে বাহিরে
আজ শুধুই ঝড়!
চকিত চোখে যত অশনি,
আকাশের শ্বাসে মাতে!
হৃদয়ে হৃদয়ে
কেন যে শুধু কানাকানি!
উঠেছে প্রবল ঝড়,
আমার অন্তরে বাহিরে,
নিরন্তর !!!