রাত পেরিয়ে ভোর এলো!
এ কোন ভোর?
সূর্যের দেখা নেই আকাশে।
ঘন মেঘে ঢেকে গেছে
ভাদ্রের আলোর আকাশ!
ঝিরি ঝিরি বৃষ্টিতে
ভিজছে ছোট্ট বুলবুলি।
ভিজছে আমার উষ্ণ মন!
দেয়াল বেয়ে তরুলতার
সবুজ সজীবতা।
আর তার লাল ফুল,
দোলায় যে কোন বারতা...
তবু আমি লিখতে পারিনা।
একটাও কবিতা।
ঝিরঝির করে ঝরে না,
আজকের আকাশসম তা!
কেন যে ভাদুর আকাশটা
আজ ঘিরলো মেঘে মেঘে।
আমার আকাশও বুঝি
ভরলো কী তাই বিরহ দুখে!