একঘেয়ে যখন জীবন...
কখন যেন হারিয়ে যায় মন।
লেখার সাথে তার,
যখন তখন বিরোধ ভীষণ!!
যত্ন করে সাজিয়ে লেখা,
হয় না। হয় না মনের মতন।
ইচ্ছে করেই বোধহয়
হারায় মন, হয় উচাটন!!
সমঝোতা চায় না তাই__
দুজনেরো একজন!
জমেছে মেঘ আকাশে__
গুমোট এখন মনটা ভীষণ!!
হয়তোবা বৃষ্টি চাইছে
হেরে যাওয়া শুষ্ক দুটি নয়ন।