শুভ সন্ধিক্ষণে হঠাৎই যেন
নড়ে উঠলো মূর্তি!!!
জেগে উঠেছে মা?সত্যি কী!
হয়তো হবে __
কিংবা আমার চোখের ভুল!
অথবা মনের।
এলো নবমী ।
ঝলমল করছে ত্রিনয়নী??
কী আনন্দ!
জেগেছে কী মা???
প্রতিটি নারী যদি জাগতো
এভাবে!
হঠাৎ কোনো সন্ধিক্ষণে
হয়ে উঠত এক একটি দূর্গা!
থেমে যেত যত অনাচার,
অবিচার, লালসা।
অপেক্ষার পৃথিবীতে একদা
নেমে আসতো শান্তি!!