***জীপসি মেয়েটা ***
জীপসি মেয়েটা নাচতে গিয়ে
থেমে গেল হঠাৎ।
হাসতে গিয়ে সজল হলো
চোখ তার।
সবাই ভাবল__আহা
বড় মায়া বুঝি।
ধুলো মাটিতে ছড়ানো
পয়সার ফাঁক থেকে
ভালবাসা কুড়িয়ে নিল
একটি একটি করে
অতি সযত্নে সন্তর্পণে।
ওস্তাদও বুঝল না।
একদিন__গভীর রাতে__
পৃথিবী যখন স্বপ্ন চোখে,
নীরবে গোটালো তার তাঁবু।
হাতে ওর তালি দেওয়া বটুয়া।
পয়সার ফাঁকে ফাঁকে
লাল-নীল-হলুদ - সবুজ__
ভালবাসার কত টুকরো রং!
সে নিয়ে গেল সবই,
রাখল না কিছুই।
শুধু যাবার আগে
একটু ফিরে তাকালে
আছন্ন গ্রামের দিকে।
পিছন ফিরে আবার পা বাড়াল।
হাসল আবার নতুন করে
নতুন রঙ্গমঞ্চে__
নতুন দর্শকের নেশায়।