ধ্বংসের লীলা
মাটিতে ছড়িয়ে রেখে যায়
এক ঝড়ের অহঙ্কার!
মাটি ছুঁয়ে যায়
নির্লজ্জ ধ্বংসাবশেষ!
সে স্পর্শ অমানবিক, নৃশংস।
মিশে থাকে
শেষ হওয়ার নীরব কান্না!
তবুও __
মাথা তুলে দাঁড়াতেই হয়_
নতুন করে সাজাতে সবকিছু।
শেষ থেকে শুরু হয়
আবারো একটি পথচলা...
তখনই তো জেগে ওঠে,
নব আনন্দে উল্লসিত হয় __
সৃষ্টির চমক!