কোনো এক ভাঙনের পথে
তুমি বলেছিলে এসে
পৃথিবীর জন্য কবিতা লিখো।
আমি হতাশায়
ভুগেছিলাম সেদিন।
এতো শক্তি কোথায় পাবো!
পৃথিবী আজ জটিলতায়!
সে যতই ঘোরে
জটিলতা ততই বাড়ে!
সমাধানহীনতায় ভোগে।
তবু সে হেঁটে চলে
একরাশ জঞ্জাল বুকে নিয়ে।
আমার বিশ্বাস
পৃথিবীর কোলে আছে যে মানব,
সে-ই সরাবে জঞ্জাল।
যুগান্তের কবি
ধরবে একদিন পৃথিবীর হাত।
ফেরাবে আত্মবিশ্বাস!
নবীনেরা শোনাবে বাক্যবাণ।
কাব্য গানে আনবে ত্রাণ।
পৃথিবীর বুকে
বঞ্চিত লাঞ্ছিত পীড়িতের
পাশে দাঁড়াবে ওরা।
পৃথিবী আবার হবে সুন্দর।