যা রে যা ইচ্ছেগুলো
উড়ে যা ঐ শূন্য আকাশে।
চাই না সুখের মুখ ।
থাকুক আমার জীবনভর
হাজার বিরহ দুখ!
চাতক মন হোক না
বেশি বেশি উন্মনা উন্মাদ!
ইচ্ছেরা ভেসে থাক্
আমার চোখের তারায়...
আনুক সুখের স্বাদ!
যা রে যা ইচ্ছে শত শত!
উড়িয়ে আনন্দ কত__
বুঝতে পেলাম আজ।
বাঁধনহারা সুখের সংসার
আমার মনের মতো!