সেই যে ___
যে শিশুটি মৃত্যুর আগে বলেছিল,
ঈশ্বরকে সব বলে দেবো।
কতখানি বিশ্বাস নিয়ে
সে একথা বলতে পেরেছিল!
সে কী সত্যিই
পৌঁছেছিল ঈশ্বরের কাছে!
বলতে পেরেছিল হিংসার কথা!
আর ওরা ___
উচ্চস্বরে হেসেছিল...
ধ্বংসকে ভালবেসেছিল...
ওরা কী ঈশ্বরকে
অবহেলা করতে পেরেছিল!
কে জানে __
ওরা ভয় পেয়েছিল কিনা!
হয়ত ভয়েই সৃষ্টিকে শেষ করতে
হাত কাঁপেনি একবারও।
হে ঈশ্বর __
তুমি কি শুনতে পাও????
না কী ক্ষমাই তোমার পরম ধর্ম??
সেদিনও কি তুমি
ক্ষমার চোখে দেখেছিলে পিশাচদের!
তোমার ক্ষমার জন্যই তো__
মরতে হলো শিশুটিকে।
অথচ ___
শিশুটি তোমাকে ভালবেসেছিল,
বিশ্বাস করেছিল ___
তোমার সৃষ্টির সাথে সাথে
তোমার ধ্বংসকেও তাই বুঝি
মেনে নিই নির্দ্বিধায় ___
এটা কি ঠিক! কে জানে!
কাঁদো ঈশ্বর। কাঁদো।
পৃথিবীর জন্য একটু ভাবো!