ইচ্ছে থাকলে __
রাতটা একটা কবিতা হ'তে পারতো।
ইচ্ছে থাকলে __
তপ্ত আকাশটা  সবুজ হয়ে ঝরতো!

কেন যে এসব __
মনের ব্যথা, প্রলাপ বকতে চায় গো!
কেন যে এসব __
সুখের ছবি আঁকতে গিয়ে কাঁদি গো!

ইচ্ছেরা আছে __
তাই কী কালবৈশাখী বুকে আসেনি!
ইচ্ছেরা আছে __
তাই মুগ্ধ নয়ন বন্ধ যে আজও হয়নি।