এখনই ঘুমিয়ে পড়ো না কবি।
তোমার চলার পথের
অনেক যে বাকি।
অনেক দিতে হবে তোমায় __
তুমিই তো পথ দেখাও ___
হয় যেন ভবিষ্যতের বাণী
তোমার সৃষ্ট কবিতা!
কবি, ঘুমিয়ে পড়োনা এখনই।
তুমি যুদ্ধ করতে পারো
তোমারই লেখায় ___
তুমিই মুক্তি আনতে পারো___
সংহার থামাও অবলীলায়!
তুমি কলম সৈনিক হয়ে
থামাতে পারো বিশ্ব যুদ্ধ!
এখনই ঘুমিয়ে পড়ো না কবি।
অনেক কাজ যে বাকি!
তোমার ডাকে বসন্ত আসে,
মন থেকে মনে ___
জেগে ওঠে ভালবাসা।
তোমার লেখার অপেক্ষায়
হাজার হাজার মানুষ!
তোমার কবিতার পংতিরা
সৌহার্দ্য বিলোয়!
এখনই ঘুমিয়ে পড়ো না কবি।