তোমাকে আমি
"দেশদ্রোহী" বলেছিলাম _
তুমি অন্য ভাষায়
গান গেয়েছিলে বলে।
তোমাকে আমি
"দেশদ্রোহী" বলেছিলাম _
তুমি অন্য ভাষায়
"কাব্য" করেছিলে বলে।

আমি সব সয়েছি;
এটুকু মানতে পারিনি।।

একটু একটু করে একদিন
তুমি সত্যিকারের
"দেশদ্রোহী" হয়ে উঠলে...
সমগ্র দেশ তথা__
সমগ্র রাষ্ট্র তথা __
সমগ্র বিশ্ব তথা__
যত সুসম্পর্কগুলোকে
ভেঙে টুকরো করে দিলে!

হে দেশদ্রোহী,
মানছি,সব পারলে তুমি,
শুধু পারলে না
সবার মাথার ছাদটা__
আকাশটাকে
ভেঙে খান খান করতে।
পারলে না!!

পারলে না মেঘ কে,
বৃষ্টি কে টুকরো করতে!!
আকাশ ভরা আলোকে
আলাদা আলাদা করতে।
এখানেই হেরে গেলে।

হে দেশদ্রোহী,
হেরে যাওয়ার দংশনে
তোমার অস্তিত্বই আজ _
অসংখ্য টুকরো...