আসল হৃদয় নকল হৃদয়,
হৃদয় নানান রকম!
কোনোটা বেজায় কঠিন
কোনোটা বেশ নরম!
হৃদয় যারা বিলিয়ে দেয়
মানবতারই মাঝে।
পায় কি মূল্য কোনোদিন
হৃদয়হীনের কাছে!
হৃদয় যখন দেয়ার নেয়ার
প্রেমের আস্তরনে ;
সত্যি হৃদয় ক'জনে পায়
সাজানো বৃন্দাবনে!
পেসমেকারের নকল হৃদয়
প্রেমে কি পায় কষ্ট!
ধৃতরাষ্টের অন্ধ প্রেমেতেই
সন্তানেরা হলো নষ্ট!
হৃদয় নিয়ে এই কচকচানি
করছি এবার বন্ধ।
জটিল হৃদয়ে তরল হৃদয়ে
থাকুক না হয় দ্বন্দ্ব।