সেই যে কবে ছুট্টে এলে
হাজার একটা কাজ ফেলে!
চোখের আলোর নেশায়
সেই মনের আলো ছুঁয়ে।
রোদেলা দিনের পাশে,
বৃষ্টি হয়ত ছিল না অনুভবে,
তবু সৃষ্টি নামলো নূয়ে,
আমার অন্য চোখে....
আমি চাতক হলাম তখন!!!
দৃষ্টি যেন কবিতা-কাতর
মেঘের আড়াল খোঁজে...
জানি না এ কেমন ফাঁকি!
একদিন হারিয়ে গেল
এক ঝলক রোদ্দুরের পাশে
সেই বৃষ্টি নেশার হাসি।