অকবির খেরো খাতায়
লেখা হয় কত শত কথা
এবং কত না ব্যথা।
কেউ কেউ হয় কী কবিতা!
অকবি ভাবে বসে
এ কেমন তার সংসার !
খেরো খাতায় যত
লেখা লাভ ক্ষতির হিসেব!
ভুলে ভরা সে খাতায়
কোনটা লাভ, কোনটা ক্ষতি
পায় না সে দিশে।
জমা তো হয় না কিছু শেষে।
অকবি তবু লেখে__
লেখার এক ভীষণ তাগিদে!
কত কথা রয়ে গেছে
সেই খেরো খাতার পাতায়...
তবু অকবির মন কাঁদে
ব্যথায় ব্যথায়...