গুটি গুটি মেঘ
জমে উঠেছে সূর্য ঘিরে।
শীত হাসে খিলখিল,
কুহেলিকার খেলাঘরে...
কচি কলাপাতায় পিছলায়
হিম নাকি বৃষ্টির ফোঁটা,
বোঝা দায়!!
শীতের সব্জির বাজার
এখনও আগুন __
ভিজে ভিজে ফেরিওয়ালা
খোলা দরজা খোঁজে...
অলিতে গলিতে গরম হাঁক!
আরাম কেদারায় ঝোলে
বয়সের ভার ___
দামী চায়ে চুমুক অম্লান...
ফুটপাথে ভোর গুটিসুটি!
অনেকেরই খবর
রাখে না অনেকে___
বৃষ্টি মাখা শীত আসে
ধূলো ভেজা ছেঁড়া কম্বলে!