হারানো কিছু খুঁজে পাওয়া
কিংবা কারো হারিয়ে যাওয়া,
সবই পাবে এ বিজ্ঞাপনে!
হারিয়ে পাওয়া কাকতালীয় _
তবুও খুঁজি হন্যে হয়ে__
বলতে থাকি জনে জনে!

ইচ্ছে করে হারালে কেউ __
পাবেনা তারে এ জীবনে।
যতই খোঁজো এদেশ ওদেশ
বৃথাই দেওয়া বিজ্ঞাপনে __
'হারানো-প্রাপ্তি-নিরুদ্দেশ'!