যে পথে তার ছেঁড়ে একতারার
ক্লান্ত ফুল রং খোঁজে না জানি।
মনটা তখনই ব্যথায় যাযাবর__
হৃদয় খুঁড়ে ফাগুন রাখে গ্লানি!!
যখনই হেঁটেছি অনেকটা পথ__
বসন্ত দেখেছি কূজনে কূজনে।
হঠাৎ আলোয় সাজে উল্টোরথ,
কিংশুক রাগে রেঙেছি দুজনে!
ঘুঘুর ডাকে একঘেঁয়ে দুপুর।
দিন রাতের গল্প যেন জোলো।
রাখেনি খোঁজ টাপুর টুপুর__
জোনাক ঝাঁক রাতের আলো।
বেলোয়াড়ি ঝাড়ে ক্লান্ত রাত,
উপন্যাসের সে ছেঁড়া পাতায়।
পোড় খাওয়া যে হাল হকিকত,
দুজনে কূজনে যতেক কথায়!