তিল থেকে তাল হয়!
তাল দাও সঙ্গীতে!
সিঁদুর মেঘও চমকায়
কী যে এক ইঙ্গিতে।

অকারণেই পোঁ ধরে
ধামাধরা চুনোপুঁটি!
রাজনীতির তালেবরে
থলে ভরে পরিপাট!