বাউণ্ডুলে গ্রহণুরা
চিরকাল চলে আসতে চায়
জীবনের কক্ষপথে।
কী যেন এক আকর্ষণ গড়ে
পরস্পরের মধ্যে।
ওরা জানে সংঘর্ষ অনিবার্য!
পরিশেষে ধ্বংসও!
তবুও মিলন আকাঙ্খা।
টুকরো হবে জেনেও
আগুন নিয়ে যে খেলতে চায়,
সে ই তো জীবন!
ঝুঁকি নিতে চায় সংসারের।
এ খেলা বিশ্ব ব্রহ্মাণ্ডে!
ভাগ্য নির্ধারণ হয় জ্ঞানতঃ।
কিন্তু জীবনই তো বলে
এ গ্রহের ফের!