প্রবল প্রখর তাপে __
বইছে দারুণ গরম হাওয়া!
পশু পাখি মানুষ __
পুড়ছে সবাই গরম ভাপে!
মেঘ জমেছে অল্প সল্প ,
তবু বৃষ্টির নেই দেখা।
আবহাওয়া অফিস বলছে,
ভুলে যাও বৃষ্টির গল্প!
মোকা ঘুর্ণিঝড়ের ঠ্যালায়
বাড়ছে তাপের মাত্রা!
জীবন করছে হাঁসফাঁস __
প্রাণ কী যাবে হেলায়!