সাত পাঁচ না ভেবে
সূর্যটা সকালেই উঠে পড়ে
ঝপাং করে।
দিন বেড়ানোয় যে বড্ড তাড়া!
এখন শীতকাল।
শীতের ঠাণ্ডা আমেজে
সকালে যে একটু আলসেমি
লেপ জাপ্টে পড়ে থাকে __
এটাই বোঝে না সূর্য!
তাই আড়মোড়া ভেঙে ওঠা।
গরম চায়ে চুমুক দিতেই
শুরু হয়ে যায় কর্ম চঞ্চল দিন।
কুয়াশার পাতলা চাদর
গায়ে জড়িয়ে সূর্যের দিন শুরু।
হালকা রোদ গড়িয়ে চলে।
সঙ্গে সঙ্গে জীবনও।
সকাল থেকে সন্ধ্যে পেরিয়েও
জীবন চলে।
সূর্য তখন পৃথিবীর অন্য পিঠে।
জীবন তবু....