এক টুকরো জানালায়
আকাশ থমকায় যেখানে,
তারই নাম ঘর।
মেঘের আনাগোনায়
যে ঘরে চোখে বৃষ্টি নামে,
নীরবে অথবা অঝোরে!
ছাদের আড়াল
ঘর আগলায় জীবনের,
যেমনই হোক সেই ছাদ__
কাঁচা কিংবা পাকা।
ছাদ সহ্য করে রোদ-জল!
খোলা আকাশের নীচে
ঘর বাঁধে অগণিত মনেরা।
হোক আগোছালো,
রোদ জলের খেয়ালে যে
বেঁচে থাকে ঘর।