সাজানোর পর__
যেমনই হোক সে ঘর,
দেখবে সেও হয়ে যাবে সুন্দর!

একটা ফুলদানি__
ঘরের অলঙ্কার মানি!
ঘরকে আরো প্রাণ দেবে জানি!

তুমি যখন ঘরে__
ঘরে সরগম ঝরে পড়ে।
কোণায় কোণায় খুশি থরে থরে।

বিরহ যখন শ্বাসে__
আঁধার যে নেমে আসে।
মনে হয় তুমি চলে গেছ পরবাসে!

ঘর তখন আপন__
তোমার সুখের গোপন,
যখন প্রেমে সাজাও, করো যতন।