ফোনে ফোনে
হাজার কথার সাজানো বাগান।
বন্ধু হয়, হয়ে ওঠে আপনজন...
ফোনেই হয় ভালবাসার সৃজন।
ফোনে ফোনে
হোক এক মধুর প্রেমের বাসর!
নাই বা চিনলো এককে অপর...
মিথ্যে হলেও প্রেম যে দুর্নিবার।
ফোনে ফোনে
আজ রচে মিষ্টি প্রেমের মূর্ছনা!
পরিণতি নেই, তবু তুলনাহীনা।
ফোনে বাজুক প্রেম অগ্নিবীণা।