গঙ্গার ধারে
যেখানে বসতুম তুমি আমি,
ঘাট তৈরি হয়নি সেখানে।
একটুকরো জমিটা
ঢেকে গেছে কিছু আগাছায়।
একটু দুরে
যেখানে পুরোনো ঘাট ছিল,
সাজানো হয়েছে।
অনেকটা পার্কের মতো।
ওখানে বসে সবাই।

আগাছায় ভরা
টুকরো জমি রয়ে গেছে
আজও...
তুমি এখন দূরে।
আমি শুধু একা আসি
মাঝে মধ্যে।
কত গান কত কবিতা এখানে
তোমার আমার।

ঐ জমির আগাছায় লাগে
গঙ্গার উদাসী হাওয়া
যখন ___
শুধু বুকে থাক কবিতা গান....
যা কোনোদিন হবে না ম্লান।
ভরবে না আগাছায়
যন্ত্রণার স্মৃতিরেখায়...