জীবন চলে না গড়গড়িয়ে
কারো অঙ্গুলি হেলনে যেন!
বুঝি না মানে কোনো...
পাথরের সাথে লাগে ঠোক্কর!
জীবন তখন ঘনঘোর!
বৃথাই আমি খুঁজি __
ফিনিসিং পয়েন্ট, বারংবার ।
বাঁশি বাজে না, শেষ খেলার।
ভাবি শেষ হতে কত দেরি,
খুলতে এ দড়িদড়া এইবার!
পাথরের আঘাতে
জর্জরিত মন চাই না আর ।
রহস্যময় এ ভব সংসার!!
যার শুরু হয় কান্নায় ___
তারপর গতানুগতিক খেলা।
শেষ যে হবে কবে হাসিতে
বসে আছি অপেক্ষায়!!