বর্ষা বুকে নিয়ে শরৎ
জেগে আছে এখনও...
দুদিন হলো
মা দুর্গা চলে গেছে জলে।
আকাশ জুড়ে বিষণ্ণ আলো।
কোথাও কোথাও
এখনো মেঘ ভাসে,
সাদা এবং কালো...
ফিরবে উমা ঘরে __
নীলকণ্ঠ এ খবর নিয়ে
সেই যে উড়ে গেল কৈলাসে,
ফেরেনি আর।
আমার ঘরে এখন আঁধার __
উঁকি দিচ্ছে নতুন এক সুর!
ছোট্ট পাখি বলছে __
হেমন্তকে একটু সময় দিয়ো।
হিমেল হাওয়ায়
হেমন্তের পাখিটাকে খুঁজি।
কোথায় যেন হারিয়ে গেছে সে!
বুকের মাঝে এখনো
এক ডাক শুনি!
ক্ষণিকের হেমন্তের খেলাঘরে
অপেক্ষায় বসে থাকি___
যদি সে ফেরে...