আড্ডা শেষে
শূন্য পেয়ালারা হয়তো
ভালবাসার ফাঁকি ।
ফাল্গুনের প্রথম দিনে
'আয় বসন্ত' __
বলেছিল কালো পাখি।
দিনের শেষে
শূন্য হলো যখন ঘর,
ছোপ ছোপ সন্ধ্যা এসে
ভরে দিলো
অসমাপ্ত রাতের বাসর।
অপেক্ষায় রইলো
একাকী কালো পাখিটা
অনন্ত কালিমায়।