মনেতে জমেছে মেঘ,
ভারী হয়েছে বাতাস!
কাঁদে না তবু
থমথমে আকাশ___
কী যে অভিমান তার!
ফুঁসছে সুনামির মতো
মেঘলা দীর্ঘশ্বাস!
পাখিরাও ভুলে গেছে
যেন গাইতে গান।
ফোটেনি বাগান-বিলাস!
এমনই দিনে আমি রই
অপেক্ষায় তোমার।
অভিমান ভুলে এসো বন্ধু ।
ঝরো ঝরো ধারায়
ঝরে পড়ো একটিবার!