দুরন্ত জীবনের
শেষ প্রান্তে এসে এখন
যেন এক অফুরন্ত অবসর...
কিছুতেই কাটতে চায় না
অবসন্ন গ্রীষ্মের বেলা
অথবা নিস্তব্ধ
দীর্ঘ শীতের শীতল রাত...
অতীত ব্যস্ততার জীবনের
অনেক ক্ষত চিহ্ন
দগদগে হয়ে ওঠে অবসরে।
হয়তো অনেকেই এখন
সময় আগলে বসে থাকে...
তাই কিছুতেই
কাটতে চায় না সময়।
অথচ দ্যাখো __
কিভাবে নিমেষে কেটে যায়
বছরের পর বছর...
আবার এসে গেল একটা
নতুন বছর।।