প্রেমী

             ও
        ভোলা মন,
      জানিস কি তুই,
       প্রেমের হাটে
    ভালবাসার পসার!
চিনতে যদি না পারো মন
    ঠকতে হবে দেদার!
        ঠকলেও সে
          দিলদার!