কিছু মুহূর্ত আছে,
যাকে ভোলা সম্ভব নয়!
আমার হাতে সেই স্পর্শ __
হৃদয় ছুঁয়ে গেছে!
ভাললাগার গন্ধ পাই এখনও।
ভোলা কী সম্ভব!

অনেকে বলে __
"যে হাত ছেড়ে চলে গেছে,
কেনই বা মনে রাখো সেই ছোঁয়া!"
হাত বহুবার ধুলেও যায় না অনুভূতি।
আমি চেষ্টা করি ভোলার __
পারি কই?

অজুহাত আমি শুনিনি __
ভাগ্য বিশ্বাস করি না ___
হয়তো সেই 'মুহূর্ত" গেঁথে গেছে
আমার পথে।
তবু আমি নিশ্চিত __
সেই মুহূর্ত তোমার মনেও
ঘুমিয়ে আছে।