আজকের দুপুরটা
যেন বড় একলা, বিষণ্ণ!
শীত ঠিক স্পর্শ করেনি এখনো।
তবু হিমেল হাওয়ায়
তির তির করে কাঁপছে পাতারা।
দূরে কোথাও বাজছে সানাই...
হয়ত কোনো অনুষ্ঠান বাড়িতে।
আনন্দানুষ্ঠানের সানাইও
কেন যে আমায় বিষণ্ণ করে (!)
বড্ড একলা হয়ে যাই!
উদাসী সে সুর আমার বুকে
কান্না হয়ে ঝরে।
যখন অসুস্থ হয়ে ঘর-বন্দী,
ভাটির টানের মতো কলম থেকে
পিছলে যাচ্ছে অক্ষরগুলো।
কোথায় যাচ্ছে, কোন মোহনায়...
কে জানে!
কি যেন আমি হারিয়ে ফেলেছি
অনেক দূরের সুরে!!