আমার একটা আকাশ আছে,
আমার মনের কোণে।
সে যে আমার কথা শোনে।
আকাশটা আজ
ভীষণ একলা যেন __
বিরহ ব্যথায় কাঁদছে অবিরত!
তোমরা যাকে শ্রাবণ ধারা বলো,
আকাশটা যে ভালবাসার ক্ষত।
মনটা যখন মুক্তি ব্যথায় ভরে,
ভালবাসায় হারাতে ইচ্ছে করে।
একটুও পাইনা খুঁজে প্রলেপ,
বেঁচে থাকার মতো!
যতই সে হোকনা বড্ড ছোট,
আমার আকাশ আমারই থাক!
চাই না আমি
মহাকাশে সে মিলিয়ে যাক্!