ঝুপ করে
স্নিগ্ধ সন্ধ্যা নামলো বাগানে!
গাছের কোলে
থোকা থোকা অন্ধকার...
হঠাৎই ডেকে উঠলো কোকিলা।
পিক্ পিক্ পিক্....
বড় অসহায় গলার স্বর!
দূর থেকে তখনই ভেসে এলো
কোকিলের "কুহু"!
চললো কথা দেয়া নেয়ার স্বস্তি!
চাঁদ উঠলো তখনই ।
পূর্ণ চাঁদের রূপের আলো
ছড়িয়ে পড়লো গাছের মাথায়।
মাটি ছুঁয়ে গেল
আলো আঁধারির খেলা!
কোকিল কোকিলা শান্তি পেল।
আর একবার
ডেকে উঠল ওরা দুজনেই।
এবার ওরা কাছাকাছি।
আমার ব্যথা ঘুমোলো তখন।