আমি অনন্যা।
কোনোদিন কেউ বলেছে,
কিনা জানি না।
নিজেকেই নিজে রচি,
ভালবেসে আপনি সাজি
একান্ত আপনায়।

গর্ব কিসে হয় জানা নেই।
আমার জন্ম হয়েছিল
স্রোতে ভেসে যেতে __
নদী যেমন বয় পথ খুঁজে!
নানা ঘাত প্রতিঘাতে
হারিয়ে খুঁজি ঠিকানা।
আমি যে অনন্যা।

তাতে যে যাই ভাবুক __
কেন জানি আমার কোনো
অহঙ্কার নেই।
কী এলো গেলো, থাকায়,
বা না থাকায়, প্রকাশ্যে,
কিংবা অন্তরালে।

এবং আমি নিশ্চিত বাঁচি,
মাথা তুলে আমাতেই!
পথ ভুলে অথবা ভুল পথে
যার নির্বিকার বিচরণ __
সে-ই বুঝি আমিই।
এক অনন্যা!